চেয়েছি তোমাকে?কিন্তু পেয়েছি কি আদেও?
চেয়েছি তো মৃত্যু, যখন ছেড়ে গেলে তুমি!কই মৃত্যু তো আসলো নাহ।সত্য কি সবই?যে আমি চাইলেই পাই না কিছু!মিথ্য যদি হতো সবই!যদি রাতের ভয়ংকর স্বপ্ন হতো তোমাকে হারানোর দিনগুলো।কষ্ট লাগতো না এত,যতটা লেগেছে তোমাকে ছাড়া দিনের প্রতিটা সেকেন্ড গুনতে।