মৃত্যু নিয়ে কতই না মজা করি।মৃত্যূ সত্য যদি আসে তখন?
যদি গড় একটা হিসাব করা হয় তাহলে দেখা যায় আনুমানিক পৃথিবীর প্রতিদিন সাধারণ মৃত্যু হয় ১৫০০০০ মত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এটি সাধারণ মৃত্যু। আবার যদি আত্মহত্যার হিসাব করা পৃথিবীতে বছরে প্রায় ১০ লাখ মানুষ মারা যায়।প্রতিনিয়ত এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে স্বাভাবিক। কিন্তু এই যে আত্মহত্যা এটা কি স্বাভাবিক বলা যায়? আত্মহত্যাকে যদি হত্য বলা হয় হয়তো ভুল হবে না।ভুল কেনই বা হবে,কারণ ছাড়া তো কেও আত্মহত্যা করে না।যে কারণে সে আত্মহত্যা করেছে,সেই কারণ এর যদি সমাধান হয়ে যেতো?তাহলে কি তার আত্মহত্যা করার প্রয়োজন হতো।মৃত্যু কার কখন কিভাবে হবে সেটা উপর থেকেই ঠিক করা হয়ে থাকে আগে থেকে।তুবুও আমরা আত্মহত্যা কে অকাল মৃত্যু বলে থাকি।কেন বলি?কারণ সমস্যা সমাধান করতে পারেনি বলেই সে আত্মহত্যার মত কঠিন কাজ সাহসের সাথে করতে পেরেছে।