জমি কার?আমার নাকি তোমার?

0


পৃথিবীতে যদি সমস্যার একটা লিস্ট করা হয় তার প্রথম ৫ নাম্বার এর মধ্যেই থাকবে জমি সংক্রান্ত সমস্যা।আচ্ছা এই সমস্যার কি সমাধান হয় নাহ!উত্তর অবশ্যই হ্যা হবে।কেননা সকল সমস্যার সমাধান রয়েছে পৃথিবীতে।সমস্যা উৎপত্তি মানে সমাধানের সুযোগ তৈরি।কিন্তু আমরা কখনো সমাধানে যেতে চাই নাহ।বিশেষ করে জমি সংক্রান্ত বিষয়ে। কেননা যদি এক ছটাক কম পরে  হিসাব নিকাশে।

পরিবারের ভাই ভাই কত মিল। কিন্তু আপনি যখনই জমি ভাগের কথা বা আলাদা হবার কথা বলবেন,তখন দেখতে পাবেন শত্রুতা কাকে বলে।তখনই আপনার মনে হবে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার মধ্যে আপনি রয়েছেন।কিছু মানুষ থাকে যাদের আপনি আপনার কলিজা কেটে দিলেও তার চাহিদা কখনও পূরণ হবে নাহ।কেননা ঐযে দিয়ে দিয়ে তাদের  চাহিদা বাড়িয়ে ফেলেছেন।জমির ক্ষেত্রেও ঠিকই তেমন, আপনি যদি আপনার সকল জমি লিখে দেন, তবুও দেখবেন আপনার ভাইয়ের কাছে মনে হবে “না ও মনে হয় আমাকে ঠকিয়েছে,ওর কাছে আরো জমি পাবো" এটাই বাস্তবতা। আপনি মানেন বা না মানেন।দেখবেন কয়েকটা সুযোগ না আপনার ওই ভাই যদি একটিমাত্র সুযোগ পাই আপনাকে নিঃস্ব  করে দিতে দ্বিধা করবে নাহ।তখন আপনি যাকে এত কাছের ভাই ভাবেন না কেন ....তখন চিন্তা করবেন“ও এই কাজ করতে পারলো" এটাই স্বাভাবিক এটাই বাস্তব।

দিনের শেষে একটা কুকুর পর্যন্ত  তার মালিকের অপেক্ষা করে।মালিককে সম্মান করে।মালিকের কষ্ট বুঝে!বিশ্বাস হচ্ছে নাহ, তাহলে একটা কুুকুর পুষে দেখবেন।রেজাল্ট নিজের চোখেই পাবেন।জমিজমার ক্ষেত্রে ভাই শত্রু হয়ে যাবে,কিন্তু আপানার পোষা কুকুর কে যদি পা দিয়ে লাথি মারেন তাও দেখবেন আপনারই কাছে আসবে।ভেবে দেখবেন সমাজে আপনার ওই ভাই ভালো নাকি সেই কুকুর ভালো!এটা সম্পূর্ণ আপনার উপর!

অধিকাংশ ক্ষেত্রে পিতা-মাতা দায়ী হয়ে থাকে এই সমস্যার।তাদের একটা কমন কথা থাকে,ও ছোট ওকে একটু বেশি দিলে কি হবে।ও ছোট ওরে একটু এ দে, ও দে।আসলে এই এ দে, ও দে করতে করতে সবই দিতে বলবে দিনের শেষে।তবুও আপনার পিতা-মাতার মন জয় করতে পারবেন নাহ। হ্যাঁ এটাই পৃথিবী, এটাই সমাজ। এখানে শিক্ষার অভাব বড় দায়ী।


Note: এটা আমার ব্যাক্তিগত মতামত।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !