সমাজের সমস্যার মধ্য মনি হিসাবে রয়েছে কোনো পরিবারে ছেলে সন্তান না থাকা।
যদি কোনো পরিবারে ছেলে সন্তান নাই শুধু রয়েছে কন্যা সন্তান ।তাহলে মনে হয় সেই পরিবার যদি একটি নতুন গ্লাস ও কেনে সেখানে সমস্যা সমাজের। কেন কিনলো?তার তো ছেলে নাই? কার বা কাদের জন্য কিনলো! নানান বাহানা,নানান কথা!কিন্তু দেখা যায় যে ওই পরিবার নিয়ে যে বা যারা কথা বলছে সে নিজে বা তার ছেলে ভবঘুরে অথবা ডুবে আছে অন্ধকার জগতের ধোঁয়ায়। মানুষ কখনো নিজের ঘরে উঁকি দেয় না ,অন্য ঘরে উঁকি দিতে বেশি পছন্দ করে। যদি ধরেন মেয়ের বাবা শখের বসে বাড়ি তৈরি করে,সেখানেও দেখবেন সমাজের চোখে সেই বাবা খারাপ হয়ে যাবে।কেন বাড়ি তৈরি করলো?তার কি ছেলে আছে? কার জন্য বাড়ি তৈরি করলো! কথায় আছে শখের মূল্য লাখ টাকা। আচ্ছা পৃথিবীর কোনো আইনে লেখা আছে বাড়ি তৈরি করতে শুধু তারাই পারবে, যাদের ছেলে সন্তান রয়েছে?আমি তো জানি নাহ,সুশীল সমাজ জানলে আমাকে জানাবেন। মেয়ের বাপের টাকা আছে সে টাকা দিয়ে যা মন চায় করতে পারে,পুকুর কাটতে পারে আবার পুকুর ভরাটও করতে পারে। সেখানে আমি আপনি মন্তব্য করার কে?আমাদের যোগ্যতা কি মন্তব্য করার!যারা কুকুর পুষে তারা হয়তো জানে, বাড়িতে অচেনা কোনো লোক আসলে কুকুর ঘেউ ঘেউ করতেই থাকে।ঠিক তেমনি হয় এই ক্ষেত্রে: মেয়ের বাবা কিছু করলেই ঘেউ ঘেউ করতেই থাকবে।কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন কুকুর কিন্তু ঘেউ ঘেউ করে এক পর্যায়ে থেমে যায়।সেটি তার গলার সমস্যার জন্য হোক অথবা মালিকের কথার জন্য হোক থেমে যায়।কিন্তু সেই লোকেরা কুকুরের থেকে কতটা নিচে নামলে ঘেউ ঘেউ করেই যাবে মৃত্যু পর্যন্ত তবুও থামবে নাহ।এটাই সত্য, এটাই বাস্তব।মিল খুঁজে না পেলে আপনার আশেপাশে তাকান।ঠিকই বুঝবেন আমার কথাগুলোর মর্ম।
এবার একটু জমি নিয়ে বলি।যেহেতু শুধু কন্যা সন্তান এর এক টপিক নিয়ে কথা বললে তো আর হবে না।
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, ওই ব্যক্তির কন্যা যদি একমাত্র সন্তান হয় , তাহলে সেই কন্যা মোট সম্পত্তির অর্ধেক পাবে। যদি একাধিক কন্যা থাকে এবং পুত্র সন্তান না থাকে, তবে কন্যারা মোট সম্পত্তির দুই–তৃতীয়াংশ পাবে এবং এ অংশ সব কন্যার মধ্যে সমান ভাগে ভাগ হবে। বাকি সম্পত্তি অন্যরা পাবেন। এখানে অন্যরা বলতে কিন্তু চাচাতো ভাই-বোনদের বলেছে।কিন্তু দেখবেন এখানেও কত কিছু করতে চাই কাকা-চাচা।কত ধান্দা! মাঝে মাঝে প্রশ্ন জাগে এদের কি মৃত্যুর ভয় নাই?মরার পর কি হিসাব দিতে হবে নাহ?এদের কি নামাজ রোজা হয়?আল্লাহ ভালো জানেন সবকিছু।