ভালোবাসার পূর্ণতা?

0

 


ভালোবাসা সত্যি হলে নাকি পূর্ণতা পাই।এটা কি সত্য নাকি শান্তনার বাণী? জগৎ কি বলে জানি না।মানুষ কিভাবে নিবে জানি না।কিন্তু এটা বলতেই হয় ভালোবাসা সত্যি হলেই হয় না।সত্যি ভালোবাসার সাথে দুইজনের সমান চেষ্টা থাকা দরকার।শুধু একজন চেষ্টা করে যাবে।একজন সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবে আর অন্যজন সম্পর্ক শেষ করার সুযোগ খুজবে।তখন কি হবে?সম্পর্কের তো ইতি টানতেই হবে।কিন্তু ঐই যে একজন চেষ্টা করে গেছে তার দিক থেকে তো ভালোবাসা সত্যি ছিলো।সে তো বলতেই পারে আমার ভালোবাসা সত্য ছিলো, আমার কেন পূর্ণতা হলো না।তাই কথা এমন হওয়া উচিত “ভালোবাসায় দুইজনের যদি সত্যিকারের ভালোবাসা হয়, তাহলেই সেটি পূর্ণতা পাবে"।ছেলেদের ক্ষেত্রে কি হয় জানেন?ছেলেরা যদি কাউকে নিজের থেকে বেশী ভালোবাসে।তার জন্য সব করতে পারে।কিন্তু ঐই মেয়ে যদি ছেড়ে যায়, তখন ছেলে যদি ডিপ্রেশন এ পরে নেশা করে।তখন ঐই মেয়ে থেকে শুরু করে তার বন্ধু-বান্ধবী সবাই বলে “ছেলে নেশাখোর,ভালো হয়েছে ছেড়ে দিয়েছি/দিয়েছিস"।এটাই বাস্তবতা।বিশ্বাস না হলে চারপাশে চোখ মিলিয়ে দেখতে পারেন।মানুষ কত সহজে কত কিছুর অভিযোগ দিয়ে দিতে পারে।কারণ এটাতে কোনো ট্যাক্স লাগে না।আর একটা কথা কি জানেন।ছেলেকে ছেড়ে মেয়ে চলে যাবার পর,ছেলে কখনো ঐই মেয়ের ক্ষতি করার কথা চিন্তা করতে পারে না।ভালোবাসার কারণে।তারপরেও ছেলের ভালোবাসা প্রশ্নবিদ্ধ। হাইরে জগৎ, হাইরে পৃথিবী।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !