আমরা সবাই সাইকো

0

 


সাইকো!সাইকো শব্দ কেমন না শুনতে।কিন্তু এটা জানেন?সাইকো আমরা সবাই কিন্তু সেটা কেও প্রকাশ করে আবার কেউ প্রকাশ করে না।একটা বিষয় জানেন সাইকো জীবন অনেক কঠিন!মূলত সাইকোর নানা প্রকার ভেদ থাকে।সেটা যেকোনো ক্ষেত্রে হতে পারে?আপনি কোন দিক থেকে সাইকো সেটা আপনার নিজেকে খুজে বের করতে হবে।যদি কেউ বলে সে সাইকো না,তবে এটা জেনে রাখুন সে মিথ্যা কথা বলছে।

সাইকো এর জীবন পার করা কি এতই সোজা?একটা সাধারণ মানুষ এর জীবন যতটা সহজ হয়,সাইকোর জীবন ততটা ভয়াবহ হয়।আমি আপনাকে বুঝাবো!আপনি কি বুঝবেন?আমি যদি বলি আপনি সাইকো?বিশ্বাস করবেন?করবেন না!কেন জানেন?আমার কেউ বিশ্বাস করতে চাই না আমরা সাইকো।আচ্ছা আপনি চিন্তা করুন আপনার মাথা গরম হলে আপনি কি করেন?আপনার জীবনে সমস্যা তৈরি হলে কি করেন?

সমাধান খুজেন?এটাই তো কাজ।কিন্তু আপনার ঐই সমস্যার সমাধান করতে যেয়ে যদি কোনো ব্যক্তির ক্ষতি হয় আপনি কি সমাধান করা ছেড়ে দিবেন।নাকি বলবেন “আমার জীবনের সমস্যার সমাধান করতে যেয়ে, অন্য কারোর জীবনে ক্ষতি করতে চাই না"।কি বলবেন?ভালো সাজতে যেয়ে হয়তো বলবেন “হ্যা" উত্তর দিবেন।কিন্তু বাস্তব কি জানেন?আপনি একটুও চিন্তন করবেন না।আপনার ব্রেণ তখন শুধু আপনার সমস্যার কথায় মাথায় রাখবে।আর সমাধান করতেই হবে যেভাবেই হোক এটাই বলবে।তাহলে কি আপনি সাইকো হলেন না।

আসুন জেনে নেই সাইকো এর কিছু বৈশিষ্ট্যঃ

১.দায়িত্বজ্ঞানহীন

২.দায়িত্বজ্ঞানহীন

৩.আবেগপ্রবণতা

৪.সংবেদন-সন্ধানী

৫.ঝুঁকি গ্রহণ

৬.অবিশ্বস্ত আচরণ

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !