আঘাত!আঘাত কত বড় শব্দ দেখে ছোট মনে হয় কিন্তু এটার ক্ষমতা কি ছোট?আঘাত হয় দুই ভাবে।
১.কথার আঘাত
২.শারিরীক আঘাত
এই দুই আঘাত এর ভিতর কথার আঘাত বেশী বেদনাদায়ক হয়ে থাকে।
আঘাত বড় প্রভাব ফেলে মস্তিষ্কে সেই সাথে মনে।মনের আঘাত আমরা বেশী মনে করি।কিন্তু মনের আঘাত তো আসে মস্তিষ্ক থেকেই।কত সহজে আমরা আঘাত করে দিই।কত সহজে আমরা বলে দিই মানুষকে নানা কথা।কথা বলার সময় একটু চিন্তা করে কথা বলি না।সামনে যে মানুষ কথা গুলো শুনছে,তার কোন কথায় আঘাত লাগতে পারে।অনেক বলতেই পারে, কথা বলার সময় এত চিন্তা করে কথা বলা যায় নাকি?কিন্তু আপনি দেখবেন অনেক বিখ্যাত মানুষ তারা কথা বলে চিন্তা করে।এরই জন্য তারা বিখ্যাত। সামনের মানুষদের কাছে তারা পছন্দনীয় ব্যাক্তি হয়ে যায়।আপনি একটু চিন্তা করেন!যেই ব্যক্তি কে আপনি আঘাত দিলেন,তার চোখে আপনি কেমন হলেন?সে কি পরবর্তী কোনো সময় আপনাকে তার সামনে দেখতে চাবে?সে কি কখনো আপনার সাথে কথা বলবে?আঘাত এর সাথে অভিশাপ কিন্তু জড়িত। যদি প্রশ্ন করেন কিভাবে?রুহু থেকে অভিশাপ এর কথা বলেছিলাম।রুহু থেকে রুহু থেকে অটো অভিশাপ যায়,সেটি মুখ থেকে দেওয়া লাগে না।অঘাত পাবার পর সেটিই হয়!আঘাত যখন লাগে তখন সেটি অভিশাপ এর রূপ ধরে প্রভাব ফেলে নিজের জীবনে।এর ফলাফল পাবেন।আজ হোক বা কাল।ফলাফল পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন।তাই কাউকে আঘাত না দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলুন দেখবেন সেটিই হবে আপনার জন্য চিরস্থায়ী শান্তির কাজ।