আমি ধ্বংস দেখেছি নিজের চোখ।আমি দেখেছি নিজেকে কিভাবে শেষ হয়েছি তিলে তিলে।আমি নিজেকে দেখেছি, কিভাবে আমি কারোর জন্য কান্না করতে করতে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া।এটাই আমি?নাকি আমার রূপের মত অন্য কেও।আমি নিজেকে শেষ করে আজ শূণ্য হয়ে পৃথিবীতে বেঁচে আছি।আমার বেঁচে থাকার মানে নেই।তবুও কেন আমি বেঁচে আছি।এত শেষ করেছি নিজেকে যে আজ শূণ্য হাতে আমি চেয়ে রয়েছি নিতান্তই থুংক ময়লার মত।আমাকে সহজেই ছেড়ে যাওয়া সহজ।সহজ আমাকে শেষ করে দেওয়া। সহজ যেমন রাস্তার উপর পরে থাকা ময়লার প্যাকেট পা দিয়ে ছুড়ে ফেলে দেওয়া।আমি কতটা অসহায় হয়েছি সেটা বুঝতে পারি যখন কিবোর্ড এ টাইপ করি প্লিজ সাজেশন এ দিয়ে দেয় তার নাম।কিবোর্ড বুঝে যায় আমি কাকে সবচেয়ে বেশী প্লিজ বলেছি।তুমি তো বুঝোনি।বুঝেছে কিবোর্ড। কিন্তু কিবোর্ড এর তো কোনো জীবন নাই।কিবোর্ড কিভাবে বুঝলো।এটা হয়তো বড় সমস্যা।