বৃষ্টির দিনে মিথ্যা দমকা হাওয়া শরীরে লাগলে বিরক্তির কারণ হয়ে দাড়ায়।কাঁদামাখা রাস্তায় হাটতে বিরক্ত লাগে।তবুও কেন মানুষ বৃষ্টিকে আমন্ত্রণ জানায়?বৃষ্টিকে প্রত্যাখান করতে পারে না?বৃষ্টি প্রত্যাখান গ্রহন করতে পারে না।বৃষ্টির ডিকশনারীতে প্রত্যাখান বলে কোনো শব্দ নাই।বৃষ্টি আবার অনেক সময় রাগ করে।রাগ করে নামতে চাই না এই বিষাক্ত পৃথিবীতে।বৃষ্টি যখন রাগ করে,পৃথিবীতে তখন হাহাকার পরে যায়।বৃষ্টির আশায় বিভিন্ন কিছু করে।কিন্তু মূর্খ জাতি জানে না,বৃষ্টি তাদের কারণেই রাগ করে পৃথিবীতে আসছে না।বৃষ্টির যখন ধৈর্যের ভেঙে যাবে।তখন পৃথিবীতে এতটা পানি দিবে যা গ্রহন করার ক্ষমতা থাকে না।তখন পানি প্রত্যেক লোকের ঘরে দড়জায় করা দেয়।বৃষ্টি যখন একটু শান্ত হয় তখন দরজা টোকা বন্ধ হয়।তবুও আমরা বৃষ্টিকে চায়।বৃষ্টি একটি পবিত্র হয়ে পৃথিবীতে আসে।কিন্তু যখন পৃথিবীর স্পর্শ পায়,তখন তার পবিত্রতা হারিয়ে ফেলে।পৃথিবীকে আমরা বানিয়ে ফেলেছি অপবিত্র। তার কারণেই পবিত্র কিছু পৃথিবীতে আসলে হয়ে যায় অপবিত্র।