সস্তা আমি!হ্যা, তোমরাই কাছে আমি সস্তা।তা না হলে কিভাবে পারলে এত ভালোবাসার পরো আমাকে এইভাবে ছুড়ে ফেলে দিতে?তুমি আমার কাছে এততাই মায়াবতী ছিলে,তোমার কাছে অন্যকিছু তুচ্ছ ছিলো।কিন্তু তুমি বুঝোনি,বুঝতে আমাকে পারোনি।বুঝলে ঠিকিই আজ তুমি আমার হয়েই থাকতে।আমার মূল্য কখনোই ছিলো না,তোমারই কাছে।তার ফলাফল হিসেবে আজ আমি, তুমি-বিহীন রয়েছি।সস্তা জিনিস রাস্তার ধারেই পরে থাকে।সেটা তুমি বুঝিয়ে দিয়েছো।